Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী শীর্ষ ধনী বেটেনকোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

বিশ্বে নারীদের মধ্যে শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। চলতি বছরের শীর্ষ ধনীর তালিকায় ১৫ নম্বরে থাকা ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স নারীদের মধ্যে শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন। তবে তিনি স্বপ্রতিষ্ঠিত ধনী নন। ফোর্বস তাদের প্রতিবেদনে বলেছে, ফরাসি প্রসাধনসামগ্রী লরিয়েলের কর্ণধার হচ্ছেন ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। একই সঙ্গে তিনি পারিবারিক হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান এবং সম্পদের পরিমাণ চার হাজার ৯৩০ কোটি ডলার। লরিয়েলের প্রতিষ্ঠাতা ইউজেন শুয়েলারের নাতনি ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। তিনি লরিয়েলের পরিচালনা পর্ষদে যোগ দেন ১৯৯৭ সালে। তার মা লিলিয়ান বেটেনকোর্টের মৃত্যুর পর গত বছরই তিনি প্রথম শীর্ষ ধনীর তালিকায় উঠে আসেন। ১৯৮৭ সাল থেকে ফোর্বস শীর্ষ ধনীর তালিকা করেছে। প্রথম থেকেই লিলিয়ান প্রতিবারই সেই তালিকায় ছিলেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ