Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খারাপ চুক্তি মেনে নেবেন না ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে তালেবানের সাথে কোনো খারাপ চুক্তি মেনে নেবেন না। ওই কর্মকর্তা বলেন, গত ১৮ বছরে মানবাধিকার, নারী অধিকারসহ যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে, শান্তি আলোচনার সময় সেগুলোতে কোনো ধরনের ছাড় ট্রাম্প গ্রহণ করবেন না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তালেবানের সাথে শান্তি আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থাসহ অন্যান্য বিকল্প পন্থাও গ্রহণ করতে পারে। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা আফগানিস্তানে অবশ্যই শান্তিকে অগ্রাধিকার দেই। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের মতো সব আলোচনাতে আমাদের জরুরি পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ট্রাম্প মনে করেন যে আফগানিস্তানে আমাদের গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদবিষয়ক স্বার্থ রয়েছে। তিনি আমেরিকাকে নিরাপদ রাখার দিকে নজর দিয়েছেন। আমরা জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে সুরক্ষিত রাখাকেও গুরুত্বপূর্ণ মনে করি। রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ নাকিবুল্লাহ হাশেমি বলেন, সামরিক উপায়ে আফগানিস্তান ইস্যুটি সমাধান করা কঠিন কাজ। কারণ আফগানিস্তানে চার দশকের যুদ্ধ ও ১৮ বছর ধরে বিদেশী সৈন্য উপস্থতি সত্তে¡ও বিষয়টির সুরাহা হয়নি। আফগান রাজনীতিবিদেরা বলছেন, শান্তি-প্রক্রিয়ায় অবশ্যই জনগণের অধিকার সুরক্ষিত রাখতে হবে। নিউ ন্যাশনাল ফ্রন্ট অব আফগানিস্তানের প্রধান আনোয়ারুল হক আহাদি বলেন, আমরা নাগরিক অধিকার, নারীদের অধিকার না থাকাকে শান্তি মনে করি না। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ