Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

উপজাতীয়দের সমস্যার সমাধান করতে পারেনি সুপ্রিম কোর্ট ও মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহেরলাল নেহরু ১৯৫২ সালের জুনে তফসিলি সম্প্রদায় ও তফসিলভুক্ত এলাকাগুলো নিয়ে এক বক্তৃতায় বলেছিলেন, আমি সন্দেহাতীতভাবে বলতে পারি, যদি সাধারণ বিষয়গুলো ঘটতে দেয়া হয়, তবে বহিরাগত নির্মম লোকজন উপজাতীয় এলাকার সব ভূমি কেড়ে নেবে। তারা বনের দখল নেবে, উপজাতীয় লোকজনের জীবনের ওপর হস্তক্ষেপ করবে। তাদের ভূমি, বন বা জীবনযাত্রায় কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যবস্থা আমাদের করতেই হবে। নেহরুর উপজাতীয়দের অধিকার রক্ষার আহ্বান জানানোর ৬৭ বছর পর ভারতের সুপ্রিম কোর্ট ১৩ ফেব্রুয়ারি ২১টি রাজ্যকে লক্ষাধিক উপজাতীয় বনবাসীকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে। বনের প্রতি তাদের দাবি আদালত প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্রে উচ্চবর্ণের লোকজনের হাতে ধর্ষণ ও এরপর তাকে নগ্ন করে হাঁটানোর প্রতিকার চেয়ে উপজাতীয় এক নারীর আবেদনের (২০১১ সালে) প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান উপজাতীয় বা আদিবাসীদের (তফসিলি সম্প্রদায়) পূর্বপুরুষেরা ছিল মূল বাসিন্দা। ভারতের উপজাতীয় লোকজনের প্রতি অবিচার দেশের ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায়। উপজাতীয়দের বলা হয় রাক্ষস, অসুর, আরো কত কী। তাদেরকে বিপুল সংখ্যায় গলা কেটে হত্যা করা হয়েছে, যারা বেঁচে আছে, তাদের ও তাদের বংশধরকের অবমাননা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তাদের ওপর শতাব্দীর পর শতাব্দী ধরে সব ধরনের নৃশংসতা চালানো হয়েছে। তাদের প্রতি করা ঐতিহাসিক অবিচারের প্রতিকার করার সময় এটিই। ২০১৩ সালে নিয়ামগিরি পাহাড় মামলায় আদালত ঐতিহাসিক রায়ে বলে, আদিবাসী স¤প্রদায়ের সিদ্ধান্তের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, তাদের সম্মতি ছাড়া কোনো প্রকল্প অনুমোদন করা হবে না। কিন্তু ২০১৯ সালে আদাল আদিবাসীদের প্রতি চরম অবিচার করে আদালতই প্রতিষ্ঠিত ব্যবস্থা নাকচ করে দিয়ে। অরুন মিশ্র, নবীন সিনহা, ইন্দিরা ব্যানার্জির (তারা সবাই নরেন্দ্র মোদির আমলে নিয়োগপ্রাপ্ত) সমন্বয়ে গঠিত বেঞ্চ আগের রায়গুলো বাতিল করার সময় উপজাতীয় লোকজনের অবস্থা বিবেচনাই করেননি। বনবাসীরা চরমভাবে গরিব ও অশিক্ষিত। তাদের পক্ষে সব নিয়মকানুন জানা ও অনুসরণ করা সম্ভব নয়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ