Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দিল দ্য স্কলারস ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:২০ পিএম | আপডেট : ১২:২২ পিএম, ২৩ মার্চ, ২০১৯

শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে ‘দ্যা স্কলারস ফোরাম’ নামে একটি শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০১৮ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, সমাজ এক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ যুগের শিক্ষার্থীদের বিশ্লেষণ শক্তি ও মাথার মেমোরি ইউটিলাইজ করার মাধ্যমে বেড়ে উঠতে হবে। কারণ এখন স্কুল-কলেজে সঠিক শিক্ষা দেওয়া হয় না। তাই দ্যা স্কলারস ফোরাম এর মত এমন প্রতিষ্ঠানকে শিক্ষার জন্য বেছে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো: বরকত আলী বলেন, এখন আধুনিক যুগ, এ যুগে প্রত্যেক বাবা-মা’র দায়িত্ব তাদের সন্তানদের স্বপ্ন দেখানো। মানুষ তাদের বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। তাই বাবা-মাকেই সন্তানের সবচেয়ে নিকটতম বন্ধু ও সন্তানের জন্য ট্রেনিং ইনস্টিটিউট হয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার মেধাবী শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ফোরামের উপদেষ্টা রাসেদুল ইসলাম বলেন, শুরু থেকে আজ পর্যন্ত মেধাবীদের মেধার বিকাশ ও তাদেরকে অনেক বেশি প্রতিযোগী করে তোলার লক্ষ্যে দ্যা স্কলারস ফোরাম নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্ভাবনাময় মেধাবী জাতি গঠনে স্কলারস ফোরামের কার্যক্রম অনেক বেশি আধুনিক ও বাস্তবসম্মত। জ্ঞানের রাজ্যে বিজয়ী হতে হলে, ক্যারিয়ারকে ভালভাবে গঠন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্যা স্কলারস ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ