Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমেই রাবণকে বধ করুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকানডে কাটজু। তিনি বলেছেন, ‘অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন আগামী ইলেকশনে কী করা উচিত? আমার উত্তর হলো- প্রথমেই রাবনকে বধ করুন। গত ৫ বছরে ভারতকে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে।’ বুধবার মধ্যরাতে তিনি এ টুইট করেন। এ টুইট করার পর অনেকেই এটাকে নিয়ে ধর্মীয় বিতর্ক তৈরি করেন। তারা সংবিধানের দোহাই দিয়ে রিটুইটে বলেন, একজন ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি রাবণ নিয়ে এভাবে প্রকাশ্যে কোনো কথা বলতে পারেন না।
অটল বিহারী দুবে নামের ভারতীয় এক আইনজীবী রিটুইট করে বলেন, বাক স্বাধীনতার নামে একজন ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতি এভাবে প্রকাশ্যে রাবণরাজ নিয়ে কথা বলতে পারেন না। পরে বৃহস্পতিবার রাতে তিনি রিটুইটে তার বিষয়টা আরও স্পষ্ট করে বিচারপতি বলেন, আমি এটা বুঝাতে চেয়েছি যে, আগামী নির্বাচনে বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু বোকারা শুধু আক্ষরিক অর্থই বুঝেছে রূপক অর্থ তারা বুঝেনি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বুদ্ধি ও প্রজ্ঞার উচ্ছ¡সিত প্রশংসা করেছিলেন ভারতীয় স্বনামধন্য এ বিচারপতি। তিনি বলেন, আমি আগে ইমরান খানের সমালোচক ছিলাম। কিন্তু টেলিভিশনে তার (রাজনৈতিক) প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের কারণে তার ভক্ত হয়ে গেলাম। ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার বিষয়ে শুক্রবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রশংসায় ভারতীয় এ বিচারপতি এসব কথা বলেন।
পাক-ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। যুদ্ধের চেয়ে তখন পাইলট আটক হওয়ার ইস্যুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃহস্পতিবার পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানইমরান খানের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়ে যান। দ্রুত এমন ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন ধারণা ভারতীয়রা কল্পনাও করতে পারেনি। সূত্র : ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ