মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোর চিফ অব স্টাফ রবার্তো ম্যারিও এবং তার দেহরক্ষীকে আটক করেছে দেশটির সরকার। রবার্তোর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালানোর জন্য সংঘটিত সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে। ভেনিজুয়েলার গোয়েন্দা কর্মকর্তারা রবার্তোর বাড়িতে খুব ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর নেভেরোল এসব তথ্য জানান। পরে টেলিভিশনে দেয়া বক্তব্যে নেভেরোল বলেন, রবার্তোর বাড়ি থেকে দুটি রাইফেল উদ্ধার করা হয়েছে এবং ক্রিমিনাল গ্রুপ প্রতিষ্ঠার জন্য তিনি সরাসরি দায়ী। রবার্তোকে আটকের সঙ্গে সঙ্গেই আমেরিকা কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটি বলেছে, ভেনিজুয়েলাকে এবার সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হবে। রবার্তোকে ভেনিজুয়েলার সরকার-বিরোধী গুরুত্বপূর্ণ নেতা মনে করে আমেরিকা। আমেরিকার এ হুমকি উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আটক করতে ও জেলে ঢোকাতে ভয় পান না। আমেরিকা বরাবর হুয়ান গুয়াইডো ও তার ঘনিষ্ঠ নেতাদের আটক না করার জন্য ভেনিজুয়েলাকে সতর্ক করে আসছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।