Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ-কুকুর ক্লোন করছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

 নিরাপত্তার কাজে ব্যবহার করা পুলিশ কুকুরের প্রশিক্ষণের সময় ও খরচ কমানোর জন্য চীনের দক্ষিণ-পূর্ব রাজ্য হুনান প্রদেশে একটি কুকুরকে ক্লোন করেছে সেখানকার বিজ্ঞানীরা। তারা এই ক্লোন করার নাম দিয়েছে ‘শার্লক হোমস’। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্লোন করা ওই কুকুরের নাম কুনজান। একটি পুলিশ স্নাইপার কুকুর থেকে তাকে ক্লোন করেছে বেইজিংভিত্তিক সিনোজেনি বায়োটেকনোলজি কোম্পানি এবং হুনানের একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আর এই কাজে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় সহযোগিতা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস। সিনোজেনির ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাও ঝিয়ানপিং গ্লোবাল টাইমসকে বলেন, পুলিশ-কুকুরের প্রশিক্ষণের সময় কমানোর জন্য এই ধরনের কুকুরের আরো ক্লোন করা সম্ভব হবে। তবে ক্লোন করার খরচ এই ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লোন করা পুলিশ-কুকুর কুনজানের বয়স এখন তিন মাস। তাকে মাদকদ্রব্য খুঁজে বের করা, জণাকীর্ণ পরিবেশ নিয়ন্ত্রণ এবং কোনো কিছুর প্রমাণ খুঁজে বের করার উচ্চ প্রশিক্ষণ দেয়া হবে। যখন এটির বয়স ১০ মাস হবে তখন এটি পরিপূর্ণ একটি পুলিশ-কুকুর হতে পারবে এবং বাকিদের সাথে কাজ শুরু করবে। হুনান কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণী বিশেষজ্ঞ বলছেন, একটি কুকুরকে পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে প্রায় পাঁচ বছর সময় লাগে এবং খরচ হয় প্রায় ৫ লাখ ইয়েন। এরপরও সফলতা আসবে কী না নিশ্চিত বলা যাবে না। তবে একটি পুলিশ-কুকুরকে ক্লোন করতে কত অর্থ খরচ হবে সেটি বলেননি বিজ্ঞানীরা। ২০০৫ সালে মাদকদ্রব্য খুঁজে বের করতে দক্ষ একটি স্নাইপার কুকুর থেকে বিশ্বের প্রথম পুলিশ স্নাইপার কুকুর ক্লোন করে দক্ষিণ কোরিয়া। এর দুই বছর পর মাদকদ্রব্য খুঁজে বের করে আনার জন্য এই ক্লোন কুকুরকে কাস্টম সেবায় নিয়োগ করে দেশটি। গ্রোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ