Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় রাস্তা-ঘাটের চেহারা পাল্টে যাচ্ছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ৬:০৪ পিএম

পাবনার রাস্তা-ঘাটের বেহাল চেহারা পাল্টে যাচ্ছে। ইতোমধ্যেই পাবনা পৌরসভা দই বাজার মোড় থেকে রূপকথা রোডের বিজ্রের একপ্রান্ত পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনের কাজ শেষ করেছে। এখন চলছে ড্রেনের সংযোগ দেওয়ার কাজ। পৌরসভা বেনিয়াপট্টি, পাবনা কলেজ সুতা পট্টি সড়কের কাজে হাত দিয়েছে। আরসিসি রাস্তা টেকসই হবে বলে পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানিয়েছেন। অপরদিকে, পাবনা সড়ক ও জনপথ বিভাগ প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে পাবনার গাছপাড়া বাইপাস থেকে এডওয়ার্ড কলেজ এবং শিবরামপুর মুজাহিদ ক্লাব থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিটুমিন কার্পেটিং (সারফেসিং) রাস্তা সংষ্কারের কাজ শুরু করে ২০১৮ সালের জুন মাসে। এই রাস্তার প্রায় ৯৫ ভাগ শেষ পর্যায়ে। এই রাস্তার সাথে ড্রেনের কাজ করা হচ্ছে। পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরন রায় জানান, রাস্তার কাজের গুণগতমান তদারকি করা হচ্ছে। রাস্তার কাজ ভাল হয়েছে। রাস্তাটি টেকসই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান ধ্রুব-রুদ্র কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী জানান, ‘তিনি এই কাজের গুণগতমান ভাল করার চেষ্টা করেছেন।’ তবে বিটুমিনাস রাস্তার জন্য বড় সমস্যা হলো পানি। পানি হচ্ছে বিটুমিনের ক্যান্সার। বর্ষা বাদলের পানি ঠেকে না থাকলে তেন ক্ষতি না হলেও অনেক বাড়ি-ঘরের মালিক ছাদের পানি রাস্তার উপর ফেলেন, খাবার হোটলের পরিত্যক্ত পানিও রাস্তায় ফেলা হয়। ফলে বিটুমিন সরে গিয়ে খুব তারাতারি রাস্তা আলগা হয়ে ইট-পাথর বেড়িয়ে আসে। এ ব্যাপারে পাবনা পৌর মেয়রের পক্ষ থেকে পৌরসভা মাঝে মধ্যেই মাইকিং করে, রাস্তার উপর পানি না ফেলার জন্য কেউ শোনেন, কেউ শোনেন না। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, ড্রেন ঠিক হয়ে গেলে, বাড়ি-ঘরের পানি পাইপ দিয়ে ড্রেনে সংযোগ দেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ