Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ বলে সেঞ্চুরি, ওভারে ৬ ছক্কা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ৩:০১ এএম

ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন অনেকেই। তাই বলে একই সাথে ২৫ বলে সেঞ্চুরি! হ্যাঁ, এমন কীর্তিই গড়েছেন সারের উইল জ্যাকস। দুবাইয়ে প্রি-মৌসুম টি-১০ ম্যাচে বৃহস্পতিবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তা-ব চালান ২১ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার।

স্বীকৃত কোন ম্যাচ না হওয়ায় জ্যাকসের এই কীর্তি অবশ্য রেকর্ড বইয়ে থাকবে না।

স্টেফেন প্যারির ওভারে ছয় ছক্কা হাঁকান জ্যাকস। ওই ওভারে আসে মোট ৩৭ রান। ১১ ছয় ও আট ছক্কায় ১০৫ রান করে থামেন সারে ওপেনার। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭৬।

টি-১০ ম্যাচে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় জ্যাকস। এর আগে সর্বোচ্চ রান ছিল অ্যালেক্স হেলসের, ৩২ বলে ৮৭।

স্বীকৃত ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন উইন্ডিজ ব্যাটিং দানব।

এক দিনের ক্রিকেটে দ্রুততম শতক এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্কে পৌঁছেছিলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিন আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ