Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ফেরি ডুবিতে অন্তত ৬৫ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১:০৭ এএম

ইরাকের মসুলের কাছে টাইগ্রিস নদীতে একটি ফেরি ডুবিতে অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন। গতকাল বৃহস্পতিবার প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। মসুলের বেসামরিক প্রতিরক্ষা এজেন্সির প্রধান জানিয়েছেন, ফেরির ডুবে যাওয়া নারী ও শিশু যাত্রীদের বেশিরভাগই সাঁতার জানেন না। ফেরিটি একটি পর্যটন শহরে যাচ্ছিল। উদ্ধারকর্মীরা ফেরির যাত্রীদের কাছে পৌঁছার চেষ্টা করছে। ইরাকের নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রবল স্রোতের মধ্যে ফেরিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।
মসুল বাঁধ খুলে দেয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ আগেই জনসাধারণকে সতর্ক করেছিল। যাত্রীদের অভিযোগ, ফেরি চালকেরা এই সতর্কতা আমলে নেয়নি।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ফেরিটি উল্টে গেছে এবং পানিতে মানুষজন ভাসছেন। সূত্র : বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ