রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুলিয়া সংবাদদাতা
আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটনকে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী। এব্যাপারে সাংবাদিক লিটন জানান, গত ৩০ এপ্রিল নিজ বাড়িতে পানির পাম্প স্থাপনের কাজ করার সময় পাশের বাড়ির সন্ত্রাসী হালিম দেওয়ান মদ কেনার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় প্রকাশ্যে লিটন ও তার পরিবারকে হত্যা করে গুম করে ফেলার হুমকি প্রদান করে। এসময় সে আরো বলে আমাকে আমি যা চাইব তা না দিলে এ অঞ্চলে থাকতে পারবি না, বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যাবি। সন্ত্রাসী হালিম বেশির ভাগ সময় মাদক সেবন করে মাতাল অবস্থায় থাকে। তিনি বাইপাইল এলাকায় বিয়ে করে ঘরজামাই থাকে। কিছুদিন পূর্বে সন্ত্রাসী হালিম আশুলিয়া থানার পূর্ব পাশের স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। এসময় সিরাজ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার ব্যবসায়িক কার্যালয় ভাঙচুর করে নগদ দুই লাখ টাকা নিয়ে যায় ও প্রায় আট লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। এ সংবাদটি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যেমে প্রকাশ হয়। হালিমের অত্যাচারে আশপাশের লোকজন রয়েছেন চরম আতঙ্কে। সন্ত্রাসী হালিম প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক ওবায়দুর রহমান লিটন ও তার পরিবার। হালিমের হুমকি অব্যাহত থাকায় সাংবাদিক ওবায়দুর রহমান লিটন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদককে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ, নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, সাধারণ সম্পাদক শেফালী মিতু ও সাভার প্রেসক্লাাবের সাধারণ সম্পাদক মিথুন সরকার ও আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরীসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।