মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরের ৩০টি হোটেলে গোপনে ক্যামেরা বসিয়ে দেড় হাজারের বেশি অতিথির ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে সেগুলো অনলাইনে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল কক্ষে টিভি, হেয়ার ড্রাইয়ারের হাতল ও সকেটে এসব মিনি ক্যামেরা বসানো হয়েছিল। পরে ওয়েবসাইট খুলে ওই ভিডিও বিক্রি করে ৬ হাজার ২০০ ডলার আয়ও করেছিলেন তারা। দোষী প্রমাণিত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২৬ হাজার ৫৭১ ডলার জরিমানা হতে পারে। দক্ষিণ কোরিয়ায় গোপনে নগ্ন ছবি ও শারীরিক মেলামেশার ভিডিও ধারণকে ‘মহামারী’ হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায়ও নেমেছে মানুষ। বিবিসিকে কোরিয়ান পুলিশ বলেছে, আসামিরা গত বছর অগাস্টে দক্ষিণ কোরিয়ার ১০টি শহরের ৩০টি হোটেলে ১ মিলিমিটারের লেন্স ক্যামেরা বসিয়েছিলেন। এরপর নভেম্বরে একটি ওয়েবসাইট খুলে ভিজিটরদের বিনামূল্যে ৩০ সেকেন্ড এবং অর্থ দিয়ে পুরো ভিডিও দেখার সুযোগ দেওয়া হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।