Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীদের মুখে উন্নয়নের ফুলঝুরি

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

এমএ মোহসীন, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে
আগামী ২৮ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব ইউনিয়ন হচ্ছে যথাক্রমেÑবরকল, বরমা, কাঞ্চনাবাদ, জোয়ারা, হাসিমপুর, ধোপাছড়ি ও বৈলতলী। নির্বাচনী এলাকায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচার-প্রচারণায় শরগরম হলেও অন্যান্য প্রার্থীরা প্রচারণায় অনেকটা ঝিমিয়ে। নির্বাচনের যে উৎসবমুখর প্রচার-প্রচারণা তা অনেকটা উৎসবহীন। উপজেলার বরকল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেনÑআ’লীগ থেকে মোহাম্মদ হাবীবুর রহমান, এলডিপি থেকে মুহাম্মদ মোতাহের মিয়া, স্বতন্ত্র থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, শওকত হোসেন ফিরোজ, বিএনপি থেকে আমিনুল হক চৌধুরী, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ সোনা মিয়া। বরকল ইউনিয়নের স্বতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন ফিরোজ জানান, তিনি নির্বাচিত হতে পারলে বরকল ইউনিয়নবাসীর পাশে দাঁড়াবেন এবং বরকল ইউনিয়নের অসম্পূর্ণ অবহেলিত গ্রামীণ জনপদ অঞ্চলে উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখবেন। কৃষকদের কৃষি কাজে উন্নয়ন ও গরিব-দুখী, দুস্থ পরিবারের শিক্ষার্থীদের মানুষের লেখাপড়া করার সহায়তা করবেন। বরকল পশ্চিম কানাইমাদারী স্টিল ব্রিজকে পাকাকরণের পদক্ষেপ নেবেন। স্লুইচগেইট, ব্রিজ, সড়কের সংস্কার করবেন। তিনি জনগণের সেবার মানসে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অতীতে তিনি গ্রামীণ মানুষের পাশে ছিলেন সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা করে আসছেন বলে তিনি জানান। এলাকার ভোটার মুহাম্মদ আবদুল মালেক ও সাইফুল ইসলাম জানান, এলাকায় অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি নির্বাচিত হবেন। অপরদিকে, স্বতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ নাছিরউদ্দিন বলেন, তিনি বিগত ১৪ বছর ধরে অত্র ইউনিয়নে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে আসছেন। তিনি এলাকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, হতদরিদ্র কৃষকদের কৃষিকাজে সবধরনের সমস্যা সমাধান করে কৃষি উন্নয়নে সার্বিক সহযোগিতা এবং এলাকায় গরিব মেয়েদের বিয়ে, গরিব শিক্ষার্থীরা লেখাপড়া করার জন্য বিত্তবানদের নিয়ে ট্রাস্ট গঠন করে শিক্ষার সুযোগ করে দেয়া। ভোটার আবুল মনছুর ও মোহাম্মদ ফিরোজ, ইসমাঈল হোসেন ও কবির আহাম্মদ বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। আ’লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. হাবীবুর রহমান (বর্তমান চেয়ারম্যান) তিনি বলেন, তাকে জনগণ নির্বাচিত করলে বরকল ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। কৃষকদের কৃষি কাজে উন্নয়নের জন্য বরকল ইউনিয়ন খাল খনন কাজ, কৃষকদের সেচ সুবিধার্থে ফসলি জমিতে অধিক ফলনের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা, শুচিয়া বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে দক্ষিণ চট্টগ্রামে প্রথম স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করা এবং এলাকায় সেতু, কালভার্ট রাস্তাঘাট, মসজিদ, মন্দির, এতিমখানা, সামাজিক প্রতিষ্ঠানগুলোতে আমার সহযোগিতা অব্যাহত রাখবে। এলডিপি থেকে চেয়ারম্যান প্রার্থী মোতাহের মিয়া জানান, তাকে জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি কাজ এবং গ্রামীণ অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন করবেন। তিনি ১৯৯৮ সাল থেকে ২০১১ইং পর্যন্ত পর পর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বরকল ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়ে গ্রামীণ উন্নয়ন কর্মকা- চালিয়ে ছিলেন। যাতে করে তিনি কর্নেল অলি আহাম্মদের অতীতের সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এখনো গ্রামীণ মানুষের মায়া-মমতা থেকে বঞ্চিত হননি বলে দাবি করেন। তিনি অতীতে চেয়ারম্যান থাকাকালীন এলাকার মানুষ ন্যায়বিচার, কৃষি উন্নয়ন, শিক্ষা, বাসস্থান, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। ভোটার মো. শাহজাহান চৌং, ও জয়নাল আবেদীন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তিনিই জয়ী হবেন। অপর প্রার্থী বিএনপি থেকে অ্যাডভোকেট মো. আমিনুল হক চৌধুরী জানান, তিনি নির্বাচিত হলে এলাকায় অবহেলিত রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিকাজে উন্নয়ন করবেন। গ্রামীন জনপদে অবকাঠামোগত উন্নয়নে জোয়ার ঘটাবেন। ভোটার শাহ আলম ও রশিদ আহাম্মদ হিরু এলাকার সুষ্ঠু নির্বাচনের জন্য কর্তৃপক্ষের কাজে জোর দাবি জানান। অপরদিকে জাতীয়পার্টি থেকে সোনা মিয়া চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থীদের মুখে উন্নয়নের ফুলঝুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ