Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিকে রুখে দিল সার্বিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১০:১৯ এএম | আপডেট : ১০:২১ এএম, ২১ মার্চ, ২০১৯

জার্মানির শহর ভলফসবুর্কে বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের দ্বাদশ মিনেটে লুকা ইয়োভিচের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর ৬১তম মিনিটে সমতা টানেন লেয়ন গোরেটস্কা।

বিশ্বসেরার মর্যাদায় রাশিয়া বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। পরে উয়েফা নেশন্স লিগে হয় অবনমন। ২০১৮ সালে মোট ছয় ম্যাচে হারে তারা, নিজেদের ইতিহাসে এর আগে এক বছরে কখনোই এত ম্যাচে হারেনি দলটি।

ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে দলকে নতুন রূপ দিতে টমাস মুলার, মাটস হুমেলস ও জেরোমে বোয়াটেংয়ের মতো অভিজ্ঞ তিন খেলোয়াড়কে একেবারে ছেটে ফেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন লুভ। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসকেও রাখেন বেঞ্চে।

সব মিলিয়ে সবশেষ ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন এনেও ভাগ্যের পরিবর্তন আনতে ব্যর্থ লো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ