নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২৪ বলে দরকার ১৮ রান, হাতে ৭ উইকেট। ক্রিজে তখন ভয়ঙ্কর রূপে ডেভিড মিলার ও ফন ডার ডুসেন। অপেক্ষা ছিল সহজ জয়-পরাজয়ে ম্যাচ পরিসমাপ্তির। কিন্তু হঠাৎই দৃশ্যপটে এসে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা। রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ গড়ালো সুপার ওভারে। যেখানে শেষ হাসি হাসলো প্রোটিয়ারা।
পরশু রাতে কেপটাউনের নিউল্যান্ডসে ৩ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টি টাই হয়। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের করা ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ৮ উইকেটে প্রোটিয়াদের ইনিংসও আটকে যায় ১৩৪ রানে। মালিঙ্গার সুপার ওভারে ১৪ রান তোলেন মিলার ও ডুসেন। কিন্তু ইমরান তাহিরের ওভারে মাত্র ৫ রান নিতে পারেন আভিস্কা ফার্নান্ডো ও থিসারা পেরেরা, যার মধ্যে দুটি ছিল ওয়াইড।
এর আগে মিলার-ডুসেনের ব্যাটে সহজ জয়ের পথে ছিল প্রোটিয়ারা। দশম ওভারে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক ডু প্লেসিস ফেরার পর চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মিলার ও ডুসেন। প্রথমে পরিস্থিতির চাহিদা মেটানোর পর চড়াও হতে থাকেন ক্যারিয়ারে প্রথমবারের মত উইকেটের পিছনে দাঁড়ানো ‘কিলার মিলার’। ছক্কা হাঁকিয়ে সঙ্গীর সাথে সুর মেলান ডুসেনও। সপ্তদশ ওভারে বোলিংয়ে ফিরে চ্যালেঞ্চ ছুড়ে দেন মালিঙ্গা। ৩০ বলে ৩৪ রান করা ডুসেনকে ফেরানোর এক বল পর রান আউট হন ২৩ বলে ৪১ রান করা মিলার।
এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতেই ছিল। ১২ বলে করতে হতো ৬, হাতে তখনও ৪ উইকেট। ক্রিজে ছিলেন জেপি ডুমিনি। মালিঙ্গা দেন মাত্র ১ রান, ডুমিনি ফিরেন রান আউট হয়ে। উদানার করা শেষ ওভারে ৫ রান নিতে পারেননি ডেল স্টেইন ও ইমরান তাহির। শেষ বলে দরকার ছিল ২ রান। পড়িমরি করে ১ রান নিয়ে ম্যাচ টাই করে তারা। খুব কাছ থেকেও রান আউটের সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেন মালিঙ্গা।
শ্রীলঙ্কার ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ বলে ৪১ রান কামিন্দু মেন্ডিসের, দ্বিতীয় সর্বোচ্চ ১৯ পেরেরার। ইনিংসে তিনটি ছিল ক্রিশোর্ধো জুটি। সর্বোচ্চ ৩৭ রান আসে পেরেরা-ডি সিলভার পঞ্চম উইকেট জুটিতে। স্বাগতিক সব বোলারই পান উইকেটের দেখা। ২৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফেলুকওয়ায়ো।
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৪/৭ (ফার্নান্দো ১৬, কামিন্দু ৪১, অ্যাঞ্জেলো ১৬, থিসারা ১৯; স্টেইন ১/২৫, রাবাদা ১/৪২, সিপামলা ১/১৯, তাহির ১/২১, ফেলুকওয়ায়ো ৩/২৫)।
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৩৪/৮ (ডু প্লেসিস ২১, ফন ডার ডুসেন ৩৪, মিলার ৪১; মালিঙ্গা ২/১১, ডি সিলভা ১/২৮, দনাঞ্জয়া ১/২৮, ভ্যান্ডারসে ১/২৫)। ফল : টাই, সুপার ওভারে ৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
ম্যাচসেরা : ডেভিড মিলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।