Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাখাইনে সেনা গুলিতে আহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের ঐতিহ্যবাহী মিয়া উ শহরে আরাকান আর্মির খোঁজে সেনা অভিযানে গোলাগুলিতে শিশুসহ অন্তত ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা এ খবর জানান। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাখাইনের বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদীদের দল আরাকান আর্মির খোঁজে সোমবার রাতে মিয়া উ শহরে সেনাবাহিনীর আনাগোনা বেড়ে যায়। সেনাবাহিনীর গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয় বলেও জানান স্থানীয় বৌদ্ধ ভিক্ষু মিও ও খাউং সায়াতাও। তিনি নিজে আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি করেন; যাদের মধ্যে সাত বছরের একটি ছোট্ট বালিকাও রয়েছে। তিন বলেন, “ওই মেয়েটির হাত পোড়া ছিল। কেউ ভয়ে বাইরে যাওয়ার সাহস পাচ্ছিল না। আমি আহতদের সাহায্য করতে বাইরে যাই। “আমি সেনাবাহিনীর ছয়টি গাড়ি দেখতে পাই, যেগুলো থেকে চারিদিকে গুলি ছোড়া হচ্ছিল।” মিয়ানমারের ঐতিহ্যবাহী শহর মিয়া উ বিশ্বের ঐতিহাসিক স্থানগুলোর (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) একটি। সেখানে শতাধিক শতাব্দী প্রাচীন প্যাগোডা রয়েছে, যেগুলো দেখতে সারা বিশ্ব থেকে প্রতি বছর শত শত পর্যটক সেখানে ভ্রমণে যায়। যুক্তরাজ্যের দুই পর্যটক রোববার মিয়া উ শহরে গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন। ক্রিস্টোফার ক্যাডি নামে ম্যানচেস্টারের বাসিন্দা ৩২ বছরের ওই যুবক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি ও তার বাগদত্তা একটি প্যাগোডার ভেতর হাঁটছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ