Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তার নার্সদের মধুর ব্যবহার দিয়ে সেবা দিতে হবেÑ চসিক মেয়র

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের মধুর ব্যবহার, মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীদের সেবা দিতে হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন বিনা ট্যাক্সে নগরবাসীর দোড়গোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে।
গতকাল (বুধবার) নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নব নিযুক্ত ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, রোগীদের আশা ও ভরসার ঠিকানা একজন ডাক্তার। ডাক্তারের আচার-আচরণ, ব্যবহার দ্বারা রোগীকে আশ্বস্ত করতে হবে। তিনি ডাক্তার, নার্স ও মিডওয়াইফদেরকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য শতভাগ পালন করার পরামর্শ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক্তার নার্সদের মধুর ব্যবহার দিয়ে সেবা দিতে হবেÑ চসিক মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ