Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে রিভলবারসহ দুই জন গ্রেফতার

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি দেশি রিভালবারসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃতরা হলো উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের আলমের ছেলে আশরাফুল (২৫) ও কাশিপুর বহিলা পাড়া গ্রামের দিনেশ চন্দ্রের ছেলে অতুল চন্দ্র (২২)। তারা ২ জনে নেকমরদ বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করে।
পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিত্তে র‌্যাব-১৩ ঘটনাস্থল অভিযান চালিয়ে হাতেনাতে একটি দেশীয় সচল রিভলবারসহ ২ জনকে আটক করে। পরে তাদের রাণীশংকৈল থানায় সোপর্দ করে। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বলেন, আসামিদের বিরুদ্ধে র‌্যাব-১৩ বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাণীশংকৈলে রিভলবারসহ দুই জন গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ