Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীরা কাফের : মাদারীপুরে আল্লামা শাহ আহম্মদ শফী

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কাদীয়ানীরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)কে শেষ নবী হিসাবে মানেনা বলে ওরা কাফের। ওদের সাথে আত্বীয়তা ও মেলামেশা করবেন না । হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহম্মদ শফি গতকাল (মঙ্গলবার) মাদারীপুরে এক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন। মাদারীপুর ইমাম- মুয়াজ্জিন সমাজ কল্যান পরিষদ বিকেল ৩টায় এ মহা সম্মেলনের আয়োজন করে। 

প্রধান অতিথি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নিয়মিত নামাজ পড়বেন, লম্বা দাড়ি রাখবেন। তাবলীগ প্রসঙ্গে তিনি বলেন, আলেম ওলামাদের সাথে মিলেমিশে তাবলীগ করবেন। তিনি কুরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা, সাংসদ মেননকে ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে গ্রেফতার ও শাস্তিমুলক ব্যবস্থা করা, কাদীয়ানীদের অমুসলিম ঘোষনা করা, উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি কাজ করা ও সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করা, নিউজিল্যান্ডে মসজিদের উপর হামলার তীব্র নিন্দা ও হত্যাকারী ফাঁসির দাবীসহ কুরআন সুন্নাহ অবমাননাকারী ও মহানবী (সা.)কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে এই ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
পুরান বাজার বড় মসজিদের ইমাম মাওলানা কারী মো: বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে এ মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহাদুরপুর দরবারের পীর সাহেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আলহাজ¦ হযরত মাওলানা রুহুল আমিন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। মহাসম্মেলনের সার্বিক পরিচালনা ও সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ছিলারচর দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহিদুল আলম ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা শাহ আহম্মদ শফী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ