Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে মাটি কাটাকে কেন্দ্র করে নিহত ১

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা ঃ  আমতলীতে বেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে মারামারিতে ১ জন নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে মোক্তার হাওলাদারের বাড়ির পূর্ব পাশে বেকু দিয়ে ১টি ভরাট খাল খনন কার্য চলছিল। গত মঙ্গলবার বিকেলে খালের মোড়ে বেকু চালক খাল থেকে মাটি কেটে পশ্চিম পাড়ে মোক্তার হাং-এর  বাড়ির পূর্ব সীমানায় ফেলছিল। এ সময় মোক্তার হাং-এর বড় ছেলে মনির বেকু চালককে খালের পাড় চওড়া করে দেয়ার অনুরোধ করে। প্রতিবেশী আসাদুল হাং কয়েক জন লোকসহ বেকুর কাছে গিয়ে মনিরের সাথে ঝগড়া বাধায়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুল মনিরের মুখ ম-লে প্রচ- এক ঘুষি মারে। উভয় পক্ষের মারামারির এক পর্যায়ে কে বা কারা আসাদুলের পিছন দিক দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে আমতলী হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতে আসাদুলের স্ত্রী রিনা বেগম ১৪ জনকে আসামী করে আমতলী থানায় ১টি হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই ২ জনকে আটক করে।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমতলীতে মাটি কাটাকে কেন্দ্র করে নিহত ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ