Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায় ও কল্যাণ বিস্তারে আত্মনিবেদন

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্বাস, আমল, চরিত্র, আচার-আচরণ ও লেন-দেন প্রভৃতি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআন মাজীদ যে সমস্ত হেদায়াত ও দিকনির্দেশনা দিয়েছে (বিগত আলোচনাগুলোতে সে সম্পর্কে অনেকটা সবিস্তারে আলোচনা করা হয়েছে)। কোনো সুষ্ঠু বিবেকবান লোক সেগুলো সত্য ও ন্যায়ের হেদায়াত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারে না।
কোরআন মাজীদ এসব হেদায়াত নির্দেশনা মোতাবেক আমল করার দাবির সাথে সাথে নিজের অনুসারীদের প্রতি এ দাবিও করে, যেন তারা সত্য ও সৎকর্মকে অন্যদের মধ্যেও ব্যাপকভাবে বিস্তৃত করার চেষ্টা করে। অর্থাৎ তারা এ প্রয়াস চালাবে, যাতে আল্লাহতায়ালার বেশির চেয়ে বেশি বান্দা সত্য ও সৎকর্মের পথ অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টি, রহমত ও আখেরাতে জান্নাতের অধিকারী হতে পারে। অবস্থা ও পরিস্থিতি-পরিবেশ ভেদে এ প্রয়াস-প্রচেষ্টার রূপ এবং এর স্তর বিভিন্ন হতে পারে। কল্যাণের প্রতি দাওয়াত বা আহ্বান, সৎকর্মের নির্দেশ, অসৎকর্ম থেকে বারণ, আল্লাহর পথে জেহাদ প্রভৃতি তারই বিভিন্ন শিরোনামস্বরূপ। এ প্রসঙ্গে আমি অন্য নিবন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এখানে এতটুকু বলাই আমার উদ্দেশ্য যে, এই দাওয়াত ও হেদায়াতের ব্যাপারে কোরআনের দাবি কি? সুতরাং এখানে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি আয়াত উদ্ধৃত করা হলো।
সূরা আল ইমরানে ইরশাদ হয়েছে, ‘আর তোমাদের এমন একটি উম্মত (দল) থাকা অপরিহার্য যারা কল্যাণের প্রতি আহ্বান (দাওয়াত) জানাবে, সৎকর্মের জন্য মানুষকে বলবে এবং মন্দ কর্ম থেকে বারণ করবে। বস্তুত যারা এ কাজ করবে তারাই সফলকাম হবে।’ (সূরা আল ইমরান : আয়াত ১০৪)।
এ আয়াতে ‘মিনকুম’ (তোমাদের মধ্য থেকে) শব্দের দরুন মানুষের সন্দেহ হয়ে যায় যে, এ কাজের দাবি বুঝি কোরআনের অনুসারী সমগ্র উম্মতের নিকট করা হয়নি; বরং কোনো বিশেষ শ্রেণীর দায়-দায়িত্ব। কিন্তু লক্ষ্য করলে এ আয়াতেরই শেষ বাক্য ‘ওয়া উলাইকা হুমুল মুফলিহুন’-এর দ্বারা এ বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির অবসান হয়ে যায়। কারণ, এতে প্রতীয়মান হয়, কল্যাণ ও সৌভাগ্য লাভের অধিকারী শুধু সেসমস্ত লোকেরাই হবে, যারা এ কাজটি সম্পাদন করবে।
পক্ষান্তরে যে কাজের ওপর কল্যাণ ও সৌভাগ্য নির্ভরশীল, তার দাবি যে শুধু একটি বিশেষ শ্রেণীর প্রতি করা যায় না, সে কথা বলাই বাহুল্য। বরং গোটা উম্মতের প্রতিই এ দাওয়াত দেওয়া উচিত। এছাড়া এই আয়াতের চার-পাঁচ আয়াত পরেই কোরআন তার এ দাবির পুনরাবৃত্তি করেছে। তার শব্দাবলি এ ধরনের, ‘হে মুহাম্মাদ সা.-এর অনুসারীবৃন্দ, তোমরা হলে সমস্ত উম্মতের মধ্যে উৎকৃষ্টতর উম্মত, যাদেরকে মানুষের (সংশোধন ও হেদায়াতের) জন্য আবির্ভূত করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎকর্মের নির্দেশদান আর মন্দ কর্ম থেকে বারণ এবং আল্লাহর প্রতি ঈমান রাখা।’ (সূরা আলে ইমরান : আয়াত ১১০)।
এ আয়াতে এই উম্মতের অস্তিত্বের ও আবির্ভাবের লক্ষ্য ও উদ্দেশ্যই তুলে ধরা হয়েছে যে, এক আল্লাহর ওপর ঈমান স্থাপনের সাথে সাথে ‘আমর বিল মা’রূফ’ (সৎকর্মের নির্দেশ দান), নাহি আনিল মুনকার’ (অসৎ কর্ম থেকে বারণ) এবং মানুষের সংশোধন ও হেদায়াতের কাজটিও সম্পাদন করতে হবে।
মোটকথা, এ আয়াতের দ্বারাও এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, উম্মতের কোনো বিশেষ শ্রেণী এ কাজের জন্য দায়ী নয়; বরং সমগ্র উম্মতের কাছেই এ দাবি। তবে এ কাজটির বিশেষ প্রকৃতি এমন যে, অধিকাংশ পরিস্থিতিতে উম্মতের প্রত্যেকটি লোকের জন্য তাতে আত্মনিয়োগ করা অপরিহার্য হয় না। বরং তার যোগ্যতা ও সামর্থ্যরে অধিকারী ব্যক্তিবর্গ যদি প্রয়োজনানুপাতে তাতে নিয়োজিত থাকে এবং অন্যদের সহযোগিতা তাদের সাথে থাকে তাতেও কাজটি সম্পন্ন হতে থাকে। আমার ধারণা, সম্ভবত এদিকে ইঙ্গিত করার উদ্দেশেই প্রথমোক্ত আয়াতে ‘মিনকুম’ (তোমাদের মধ্য হতে) শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে আল্লাহই ভালো জানেন।



 

Show all comments
  • হাবিবুর রহমান ১৯ মার্চ, ২০১৯, ২:৩৪ এএম says : 0
    সৎ কাজের আদেশ দান ও অসৎকাজে বাধা দান মুমিনের অন্যতম দায়িত্ব। মুমিন নিজে কেবল সৎকাজ করবে না, বরং সকলকে সে কাজের প্রতি উদ্বুদ্ধ করার প্রয়াস চালাতে হবে। কেননা, তারা পরস্পরের বন্ধু। অতএব একবন্ধু অপর বন্ধুর জন্য কল্যাণ ব্যতীত অন্য কিছু কামনা করতে পারে না।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ জিয়াউদ্দিন ১৯ মার্চ, ২০১৯, ২:৩৫ এএম says : 0
    সৎকাজের আদেশ ও অসৎ কাজের বাধা দান দীনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মূলত: দীন হলো পরস্পরের কল্যাণ কামনা। আর এটি সৎ কাজের আদেশ ও অসৎকাজে নিষেধ ব্যতীত অসম্ভব। কারণ সৎ কাজে উদ্বুদ্ধ করলে পরস্পর কল্যাণের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে। আবার অসৎ কাজে বাধা দিলে ক্ষতি থেকে বিরত রাখা সহজ হয়। অতএব এটি দীনের অন্যতম মূলনীতি।
    Total Reply(0) Reply
  • আবদুল্লাহ সালেহ ১৯ মার্চ, ২০১৯, ২:৩৭ এএম says : 0
    মহান আল্লাহ মানুষকে এ পৃথিবীতে খিলাফতের এক সুন্দর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম ও তার সন্তানাদিকে সর্বপ্রথম এ দায়িত্ব দেয়া হয়।
    Total Reply(0) Reply
  • নাসির ১৯ মার্চ, ২০১৯, ২:৪১ এএম says : 0
    আল্লাহ তা‘আলা আমাদের সকলকে ন্যায় ও কল্যাণ বিস্তারে আত্মনিবেদন করার তৌফিক দান করুক, আমিন।
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৯ মার্চ, ২০১৯, ২:৪৩ এএম says : 0
    মানুষের ইহকালীন জীবনে শান্তিশৃঙখলা ও কল্যাণ এবং পারলৌকিক জীবনে মুক্তি মেলে, কোন পথে চললে মানুষের সার্বিক চিন্তা-চেতনা ও কর্মে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, সেই দিকনিদের্শনা দিয়েছে কালজয়ী আদর্শ ও পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর আর কোনো নবী আসবেন না, আর কোনো ঐশী ধর্মগ্রন্থও আসবে না। তাই সৎ কাজের আদেশ দান এবং অসৎ কাজে নিষেধ করার দায়িতব সর্বশেষ নবীর উম্মতের ওপর পড়েছে। এটি উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য ও বিশেষ গুরুত্বপূর্ণ দায়িতব। শয়তান সব সময় মানুষকে ধোঁকা দিয়ে পাপ কাজের প্রতি আকৃষ্ট করে। এতে মানুষ কুপ্ররোচনায় পড়ে সৎ কাজ থেকে বিরত থাকে এবং অসৎ কাজে লিপ্ত হয়। এজন্য সব সময়ই মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, উৎসাহ-অনুপ্রেরণা দিতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে ও বাধা দিতে হবে। এটি ইসলামের মৌলিক শিক্ষা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন