পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্বাধীনতার মাসে ‘আমার শপথ’ শিরোনামে জনসচেতনতামূলক একটি উদ্যোগ গ্রহণ করেছে প্রাণ গ্রুপের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘চিয়ার আপ’। কর্মসূচির অংশ হিসেবে দুর্নীতি, ইভটিজিং, মাদক সমস্যার পাশাপাশি সমাজের ছোট ছোট নানান অসঙ্গতির বিষয়ে প্রত্যেকের নিজেদের করনীয় নিয়ে বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে। এজন্য বেঁছে নেয়া হয়েছে সচেতনামূলক বার্তা লেখা টি-শার্ট, দেয়াল লিখন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও অনলাইন মাধ্যম।
‘চিয়ার আপ’ এর জেনারেল ম্যানেজার অরুনাংশু ঘোষ জানান, দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এজন্য আমাদের ব্র্যান্ড ‘চিয়ার আপ’ এর মাধ্যমে সেই সচেতনার কাজ করতে স্বাধীনতার মাসকেই বেঁছে নিয়েছি”।
তিনি জানান, আমরা গুলশান, বাড্ডা, মিরপুর, গাবতলী, সায়েদাবাদ, কমলাপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনামূলক বার্তা লেখা টি-শার্ট বিতরণ করছি। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও নেয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতার কাজ করছি। এছাড়া চিয়ার আপ এর নিজস্ব ফেসবুক পেজ www.cheerupbd.com থেকে সচেতনতার কাজ করছি।
গত ১৩ মার্চ শুরু হওয়া ‘চিয়ার আপ’ এর জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।