ফের জ্বলে উঠলেন সাদিও মানে, টানা তৃতীয় ম্যাচে দেখা পেলেন জালের, শেষ দিকে পিছিয়ে পড়া দলকে জয় এনে দিলেন জেমস মিলনার। ফুলহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে ২-১ গোলে জিতে ইয়ুর্গেন ক্লপের দল।
ছন্দে থাকা মানের নৈপুণ্যে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রবের্তো ফিরমিনোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্লেসিং শটে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করলেন মানে। চলতি লিগে এটা তার ১৭তম গোল, গোলদাতাদের তালিকায় একধাপ উপরে উঠে যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে।
৭২তম মিনিটে কর্নারে মানের হেড ক্রসবারে বাধা পায়। এর দুই মিনিট পর নিজেদের ভুলে উল্টো গোল হজম করে লিভারপুল। ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক ডি-বক্সের ঠিক বাইরে থেকে হেডে গোলরক্ষকের উদ্দেশে বল বাড়ান। কিন্তু ঠেকাতে পারেননি এগিয়ে যাওয়া আলিসন, আলগা বল পেয়ে সহজেই জালে জড়ান ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত লিভারপুলে খেলা ডাচ ফরোয়ার্ড রায়ান বাবেল।
৮১তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিলনার। ডি-বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় অতিথিরা। শেষ দিকে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন মোহামেদ সালাহ।
৩১ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৭৬। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। চার নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৬০।