Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুক ২৬ কোটি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ব্যবসা-বাণিজ্যে পারদর্শী, সাবলীলভাবে একাধিক ভাষায় কথা বলতে সক্ষম তার মেয়ে। এরপরও নিজের কুমারি মেয়ের জন্য পাত্র খুঁজতে চমক দিলেন পিতা। ২৬ বছরের মেয়েকে পাত্রস্থ করতে দুই লাখ ৪০ হাজার পাউন্ড যৌতুক দেওয়ার কথা ঘোষণা দিলেন থাইল্যান্ডের এক কৃষক পিতা। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৯২২ টাকা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট দিয়ে মেয়ের বিয়ের বিজ্ঞাপনও দিয়েছেন থাইল্যান্ডের কৃষক আরনন রদথং। জানা গেছে, মেয়েকে পাত্রস্থ করতে এই বিপুল অঙ্কের যৌতুক দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তার সমস্ত সম্পত্তিও জামাই পাবে বলেও জানিয়ে দিয়েছেন। পিতা আরননের কথায়, ‘আমার মেয়ে আমার সঙ্গে থেকে ব্যবসা শিখেছে। ইংরেজি এবং চীনা ভাষায় পারদর্শী এবং কুমারি।’
পাশাপাশি তিনি আরো বলেছেন, ‘আমি এমন একজনকে চাইছি যে আমার ব্যবসা দেখবে এবং তা আরও বড় করবে। কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীর প্রয়োজন নেই।’ বাবার এই বিজ্ঞাপনের বিষয়ে পাত্রী প্রথমে অবগত ছিলেন না। পরে বেশ খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। বন্ধুরা আমায় বিষয়টি জানায়। খুব অবাক হয়ে গিয়েছিলাম। বিষয়টা কিন্তু খুব মজার।’
মেয়েটি আরো বলে, ‘এখনও আমার কোনও প্রেমিক নেই। কখনও ছিলও না। আমি এমন ছেলেকে বিয়ে করব যে খুব পরিশ্রমী হবে এবং নিজের পরিবারকে খুব ভালোবাসবে।’ সূত্র: ডেইলি মেইল।



 

Show all comments
  • rakibul hasan ১৮ মার্চ, ২০১৯, ১২:৪৭ এএম says : 0
    পরিস্রম করে টাকা ইনকাম করতে আমার অনেক ভাললাগে।
    Total Reply(0) Reply
  • rakibul hasan ১৮ মার্চ, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    আমি জিবনে পরিস্রম করে বড়হতে ছাই।
    Total Reply(0) Reply
  • Md bahar ১৯ মার্চ, ২০১৯, ৮:০২ পিএম says : 0
    My family very pure ? I agree to marry you
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ