Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে নৃশংস হামলার প্রতিবাদে ক্ষেপে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ-র‌্যালি। আল নূর ও লিনউড মসজিদে হামলার দিন শুক্রবার থেকেই শুরু হয় বিক্ষোভ। একদিন পর শনিবার তা চরম মাত্রায় ছড়িয়ে পড়ে। তুরস্ক, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে একযোগে চলে প্রতিবাদ-বিক্ষোভ। খবর ডেইলি সাবাহর। সবচেয়ে বড় বিক্ষোভ হয় তুরস্কে। দেশটির অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী হাগিয়া সোফিয়ার সামনে জড়ো হন কয়েক হাজার তুর্কি বিক্ষোভকারী। বাইজান্টাইন আমলের হাগিয়া সোফিয়া প্রথমে মসজিদ এবং পরে বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিন বড় বড় ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভাকারীরা। ব্যানারে ব্যানারে লেখা ‘দুনিয়ার মুসলিম এক হও’। মুখে মুখেও ছিল একই শ্লোগান। শুক্রবার হামলার আগে সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট ৭৪ পৃষ্ঠার একটি ইশতেহার প্রকাশ করে। যাতে লেখা ছিল, ‘হাগিয়া সোফিয়ার সব মিনার সরিয়ে ফেলা হবে।’ হামলাকারীর এ হুমকির প্রতিবাদেই এদিন বিক্ষোভ সমাবেশের ডাক দেন তুরস্কের ইসলামী সুশীল সমাজের প্রতিনিধিরা। মসজিদে হামলার ঘটনাকে ইসলামবিদ্বেষী কর্মকান্ড আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পাকিস্তানিরাও। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছাড়াও করাচি ও লাহোরের মতো সব বড় শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এদিন বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরানেও। ঢাকায় বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী দল। তারা এ ঘটনায় অভিযুক্তদের ‘খ্রিস্টান জঙ্গি’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেয়। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ