Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র রুখতে হবে : রুহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, কিছু চিহ্নিত পশ্চিমা দেশের পক্ষ থেকে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার যে চেষ্টা করছে তা রখতে হবে। মুসলিম বিশ্বকে একজোটে এ ষড়যন্ত্রে বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেসিডেন্ট রুহানি এক বার্তায় মুসল্লিদের ওপর ‘সন্ত্রাসী ও বর্ণবাদী’ হামলার তীব্র নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন। নিউজিল্যান্ডের দুটি মসজিদে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনাকে ‘বর্বরোচিত ও বেদনাদায়ক’ অভিহিত করে হাসান রুহানি বলেন, এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাহত হয়েছে। ইরানি প্রেসিডেন্টের বার্তায় আরও বলা হয়েছে, ‘এই বর্বরোচিত অপরাধ যার ফলে বহু নিরপরাধ ও নিরস্ত্র মুসল্লি শহীদ ও আহত হয়েছেন তা আরেকবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অন্য ধর্ম ও জাতিগুলোর বিরুদ্ধে ঘৃণা এবং ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়া এখন পশ্চিমা দেশগুলোতে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দুঃখজনকভাবে কিছু সুনির্দিষ্ট পশ্চিমা দেশের সরকার এ জঘন্য কাজে ইন্ধন জোগাচ্ছে।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর বর্বরোচিত হামলায় কমপক্ষে ৪৯ মুসল্লি নিহত ও অপর ৪৮ জন আহত হন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ