Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জনসন জনসনকে ক্ষতিপূরণ দানের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের জনসন জনসনের বেবি পাউডার থেকে এক নারী মেসোথ্যালমিয়া ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগ করার পর তাকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কোম্পানিটিকে। বুধবার ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্ট টেরি লিয়াভিট নামের এই নারীকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। রায়ের পর নিউ জার্সির দ্য নিউ বার্নসউইক শহরের কোম্পানি জনসন ্ জনসন জানিয়েছে, এই রায়ে তারা খুশি না। শুনানি চলাকালীন প্রামাণ্য তথ্যের গরমিলের বিষয়ে তারা আবেদন করবে বলেও জানিয়েছে। এছাড়া কোম্পানিটি তাদের পণ্য থেকে ক্যানসার হওয়ার কথা অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ওপরে পরীক্ষা করে দেখা হয়েছে। এটা সম্পূর্ণ সুরক্ষিত অ্যাসবেস্টস-মুক্ত। কোম্পানিটির বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকডজন মামলার মধ্যে টেরি লিয়াভিট সর্বপ্রথম মামলা করেন। চলতি বছর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। জানুয়ারির ৭ তারিখ থেকে নয় সপ্তাহব্যাপী শুনানি হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ