মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতের এক স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে কাশ্মীরের সোপিয়ান জেলায় ভেহিল গ্রামে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন খুশবু জান নামের ওই নারী পুলিশ কর্মকর্তা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে ‘জঙ্গিদের’ সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় পুলিশ। কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমিয় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। গত মাসে পুলওয়ামিয় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে সৃষ্টি হওয়া ভারত- পাকিস্তান উত্তেজনা প্রশমিত হয়ে আসার মধ্যে নিহত হলেন এই পুলিশ কর্মকর্তা। জম্মু ও কাশ্মীর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নারী কর্মকর্তাকে খুব কাছ থেকেই গুলি করা হয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।