Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএসএস নেতা ইন্দ্রেশের খায়েশ ...

‘অখন্ড ভারত’ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে দিল্লি সরকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র একজন শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, ২০২৫ সালের পর পাকিস্তান ভারতের অংশ হয়ে যাবে। শনিবার কাশ্মীর ইস্যুতে এক আলোচনা সভায় এমন খায়েশের কথা প্রকাশ করেন তিনি। সংঙ্ঘের জাতীয় নির্বাহী কমিটি সদস্য ইন্দ্রেশ বলেন, আপনারা লিখে রাখুন আজকে থেকে পাঁচ-সাত বছর পর করাচি, লাহোর, রাওয়ালাপিন্ডি ও শিয়ালকোটে ঘরবাড়ি কিনতে বা ব্যবসা করতে পারবেন। আরএসএস-র এই নেতা আরও বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। ১৯৪৫ সালের আগে মানুষজন এটাকে (পাকিস্তান) হিন্দুস্তানের অংশ বলতো। ২০২৫ সালের পর এটি আবারও হিন্দুস্তানের অংশ হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিল রেখে ‘অখন্ড ভারত’ প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লি সরকার কাজ করছে বলেও মন্তব্য করেছেন ইন্দ্রেশ। সংঙ্ঘের নেতা ইন্দ্রেশ বলেন, এই প্রথমবারের মতো কাশ্মীর ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে ভারত সরকার। এর কারণ হচ্ছে, সেনাবাহিনীর রাজনৈতিক শক্তির ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির পরিবর্তন হয়েছে। তাই আমরা লাহোরে থাকার স্বপ্ন দেখছি এবং মানসরোবর লেকে যাওয়ার জন্য আর চীনের অনুমতির প্রয়োজন হবে না। আর ইউরোপীয় ইউনিয়নের আদলে অখন্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দিল্লি সরকার। পুলওয়ামার হামলার ঘটনায় বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন শাহ, হামিদ আনসারী ও নভোজিৎ সিং সিঁধুকে বিশ্বাসঘাতক উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, তারা সেনাবাহিনীর (পাকিস্তানের বালাকোটে হামলার কারণে) প্রশংসা করলেও, তারা প্রমাণ চেয়েছে। মোদির বিরোধিতা করতে গিয়ে তারা পাকিস্তানের প্রশংসা শুরু করে দেয়। জেএনইউ পড়াশোনা বা মহারাষ্ট্রে থাকলেও এ ধরনের বিশ্বাসঘাতকদের জন্য একটি আইন দরকার। তাহলে আর কোনও নাসিরুদ্দিন, হামিদ আনসারী বা সিঁধু থাকবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ