Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত নিষেধাজ্ঞা

কালিনিগ্রাদে আরো এক রেজিমেন্ট এস-৪০০ মোতায়েন করল মস্কো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে নতুন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের বিরুদ্ধে চলা রুশ ‘আগ্রাসন’-এর জন্যই নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বেশ কয়েকজন রুশ কর্মকর্তা ও ব্যবসায়ী। এ খবর দিয়েছে আল-জাজিরা। ৬ জন রুশ কর্মকর্তা, ৬টি প্রতিরক্ষা ফার্ম, ২টি শক্তি ও নির্মাণ প্রতিষ্ঠানকে তারা টার্গেট করেছে। যুক্তরাষ্ট্র গত শুক্রবার বিবৃতিতে জানায়, ইউক্রেনের যুদ্ধজাহাজ আটক ও তাদের নাগরিককে কারাদন্ড দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে দেশটি জানিয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন মিত্ররাও একই অবস্থান ঘোষণা করেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষার্থেই আমাদের এ যৌথ প্রচেষ্টা। নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ইউক্রেনের যুদ্ধজাহাজ আটকের সঙ্গে যুক্ত নেভি সদস্য ও সীমান্ত প্রতিরক্ষা প্রধান। অপর এক খবরে বলা হয়, রাশিয়া সবচেয়ে পশ্চিমে অবস্থিত ছিটমহল কালিনিগ্রাদে আরো এক রেজিমেন্ট অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এটি জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মোতায়েনের আগে দক্ষিণাঞ্চলীয় আসত্রাখান এলাকার কাপুসতিন পরীক্ষা ক্ষেত্রে এস-৪০০›এর সফল পরীক্ষা চালানো হয়েছে। রুশ ব্যাল্টিক বহরের কাছে এসব ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। ব্যাল্টিক বহরের সদর দফতর কালিনিগ্রাদে অবস্থিত। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থিত অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চল নিয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার টানাপড়েন রয়েছে। এস-৪০০কে নির্মাণ করেছে রাশিয়ার আলমাজ-অ্যানেতি অস্ত্র কারখানা। অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে প্রায় ৩০ কিলোমিটার উঁচু দিয়ে উড়ে আসা লক্ষ্যবস্তুকে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূর থেকে ধ্বংস করা সম্ভব। ২০০৭ সালে এ ব্যবস্থার গণ-উৎপাদন শুরু করেছে রাশিয়া এবং একই বছর এস-৪০০ প্রথম ব্যাচকে মস্কোয় মোতায়েন করা হয়। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ