প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যক্তিগত জীবনের জটিলতায় পড়ে সঙ্গীতশিল্পী আরফিন রুমি প্রায় তিন বছর গানে অনিয়মিত ছিলেন। অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন তার হয়তো আর গানে ফেরা হবে না। তবে সেসব শঙ্কা কাটিয়ে সঙ্গীতে ফিরেছেন রুমি। গত ১০ দিনে টানা ১০টি নতুন গান প্রকাশ করেছেন। সবগুলো গানের কথা, সুর, সংগীতায়োজন করেছেন রুমি নিজেই। প্রকাশ করেছেন নিজের নামে খোলা একটি ইউটিউব চ্যানেলে। গানগুলোর ভিডিও সাজিয়েছেন নিজের স্থিরচিত্র দিয়ে। স¤প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে যান। অংশ নেন কয়েকটি স্টেজ শোতে। সেখানেই সিদ্ধান্ত নেন দেশে ফিরেই গান শুরু করবেন। প্রতিদিন তৈরি করবেন নতুন একটি গান। দিনে দিনেই সেটি প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেলে। রুমি বলেন, এটা আসলে আত্মপলব্ধির মতো বিষয়। অস্ট্রেলিয়া সফর আমাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াবার সাহস জুগিয়েছে। দেশে ফিরেই কাজ শুরু করি। লেখা-সুর-সংগীতায়োজন করে প্রতিদিন একটি গান প্রকাশ করা মোটেই সহজ কাজ নয়। তবুও গত ৫ মার্চ থেকে আমি চেষ্টাটা অব্যাহত রেখেছি। বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের। রুমি বলেন, এভাবে ঠিক কতদিন চালাবো এখনও সিদ্ধান্ত নিইনি। তবে গানে আবার পুরোদমে ফিরে আসতে চাই। তারই প্রস্তুতি এটি। জানি এখন ভিডিওর যুগ, তবে আমি এখনও অডিওতেই ভরসা খুঁজছি। আমার বিশ্বাস, ভালো গান হলে শ্রোতারা সেটি শুনবেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।