Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই উলভারহ্যাম্পটনেই ম্যানইউ’র বিদায়

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৭:৩৩ এএম | আপডেট : ৭:৩৫ এএম, ১৭ মার্চ, ২০১৯

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের কোয়ার্টার-ফাইনালে উলে গুনার সুলশারের দলকে ২-১ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থাকা উলভারহ্যাম্পটন। গত সেপ্টেম্বরে লিগে ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রাখা ইউনাইটেড আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্টো কয়েকটি ভালো সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে বিরতির আগে গোলের দেখা পায়নি কেউই। 

হিমেনেসকে ৭০তম মিনিটে আর আটকাতে পারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। ডি-বক্সে ইউনাইটেডের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড।

৭৬তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জোতা। সতীর্থের পাস মাঝমাঠে পেয়ে ক্ষিপ্র গতিতে ছুটে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।

 

দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ওয়াটফোর্ড। আর সোয়ানসি সিটির মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে সেমি-ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতের ফল

উলভারহ্যাম্পটন ২-১ ম্যান ইউ

সোয়ানসি সিটি ২-৩ ম্যান সিটি

ক্রিস্টাল প্যালেস ২-১ ওয়াটফোর্ড

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ