Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোয়ানসির হৃদয় ভাঙলেন আগুয়েরো

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১:৫২ এএম

দুই গোলে এগিয়ে গিয়েও শেষ হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলো না সোয়ানসি সিটি। শেষ সময়ে গোল করে স্বাগতিকদের হৃদয় ভাঙলেন বদলি নামা সের্হিও আগুয়েরো। দুর্দান্তু প্রত্যবর্তনে এফএকাপের সেমিফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতে সোয়ানসি সিটির মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারায় পেপ গার্দিওলার দল। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোল করে সিটিজেরদের শেষ চারে তোলেন আগুয়েরো। বিজয়ী দলের হয়ে আরেকটি গোল করেন বার্নার্দো সিলভা, অন্যটি আত্মঘাতি।

ম্যাচের বয়স আধাঘণ্টা স্পর্শ করার আগেই দুই গোলে পিছিয়ে পড়ে সিটি। পেনাল্টি থেকে সোয়ানসিকে এগিয়ে নেন গ্রিমেস। নয় মিনিট পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫ দল দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেলিনা।

তবে বলে দখল নিয়ে আক্রমণে আধিপত্য দেখাতে থাকা সফরকারীদের ঘুরে দাঁড়ানো ছিল সময়ের ব্যাপার। বেঞ্চে বসে দলকে দুই গোল খেতে দেখা আগুয়েরো ৬৪তম মিনিটে রিয়াদ মাহরেজের বদলি নেমেই ম্যাচের চিত্র পাল্টে দেন। পাঁচ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোলটিতে ছিল তারই সহায়তা। প্রথমে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল বাড়িয়ে দেন সিলভার কাছে। বাঁ পায়ের শটে বাঁ-কোনা দিয়ে বল জালে পাঠান সিলভা।

৭৮তম মিনিটে আগুয়েরোর পেনাল্টি শট বারে লেগে ফিরে আসার সময় ডাইভ দেয়া গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালা আসে স্কোরলাইনে সমতা।

বাকি সময়ে গোলের জন্যে মরিয়া হয়ে থাকা সিটির মুখে শেষ হাসিও ফোঁটান আগুয়েরো। এবার সিলভার ক্রসে দুর্দান্ত ডাইভ হেডে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। এসময় ৩১ বছর বয়সী আফসাইড ছিলেন কিনা সেটা অবশ্য বিতর্কের বিষয়। ভিএআর না থাকায় রেফারির সিদ্ধান্ত মেনে না নিয়ে কিছুই করার ছিল না স্বাগতিকদের।

একই দিনে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ওয়াটফোর্ড।

রোববার শেষ চারের ড্র অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ