Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিদানের ফেরা রাঙ্গালেন সেই বেল-ইসকো

লা লিগা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১১:৪৫ পিএম | আপডেট : ১১:৫৪ পিএম, ১৬ মার্চ, ২০১৯

সেল্টা ভিগো ম্যাচ দিয়ে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে শুরু করলেন নতুন অধ্যায়। প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্তিা পেরেজের যেটি ছিল ৯০০তম ম্যাচ। এমন ম্যাচেই একাদশে ফিরে ইসকো-বেল-মার্সেলোরা বোঝালেন দলে তাদের গুরুত্ব। ঘরের মাঠে টানা চার ম্যাচ হারের পর রিয়ালও পেলো জয়ের দেখা।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা ম্যাচে সফরকারী সেল্টা ভিগোকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেন ইসকো ও গ্যারেথ বেল। তাতে সহায়তা ছিল করিম বেনজেমা ও মার্সেলোর।

দশ মাস পর বার্নাব্যুতে ফিরে অনুমিতভাবেই একাদশে পরিবর্তন আনেন জিদান। সান্তিয়াগো সোলারির একাদশে ব্রাত্য হয়ে পড়া বেল, মার্সেলো এবং ইসকোর সঙ্গে গোলপোস্টের নিচে ফেরেন কেইলর নাভাস। প্রত্যেকেই দিয়েছেন আস্থার প্রতিদান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন অধিনায়ক সার্জিও রামোস। একই কারণে বাইরে ছিলেন কাসিমিরো। সব মিলে রিয়াল ভালাদোলিরে বিপক্ষে সান্তিয়াগো সোলারির শেষ ম্যাচের একাদশে ছিল পাঁচ পরিবর্তন।

নাভাস কোচের আস্থার প্রতিদান দেন ম্যাচের ১৫তম মিনিটেই। বক্সের মধ্য থেকে জোরালো শট নেন সেল্টার সিসতো। লাফিয়ে বল বারের উপর দিয়ে পাঠিয়ে জাল রক্ষা করেন নাভাস।

প্রথমার্ধে ৩০ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিনবার গোলের খুব কাছে যায় স্বাগতিকরা। এসময় বেলকে গোলবঞ্চিত করে ক্রসবার। মার্সেলোর জোরালো শট বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেল্টা গোলরক্ষক। সেই কর্নারেই অল্পের জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি রামোস।

এরপরও রিয়ালের ভাগ্য ভালো বলতে হয়। ৪৫তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে সেল্টার ভাজকেসের মুখে কনুই মারেন বেল। চাইলে নিয়ম মেনে লাল কার্ড দেখাতে পারতেন রেফারি, কিন্তু কার্ড দেখিয়ে কেবল শতর্ক করা হয় ওয়েলস তারকাকে।

৫৬তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান লুকা মদরিচ। কিন্তু শরীর স্পর্শ না করলেও তাতে প্রভাব ছিল অফসাইডে দাঁড়ানো ভারানের। ভিএআরের সহায়তা নিয়ে গোলের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফরি।

ছয় মিনিট পর অবশেষে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সক্ষম হয় রিয়াল। বাম প্রান্ত থেকে বেনজেমার বাড়ানো ভয়ঙ্কর ক্রসে প্লেসিং শটে গোল করেন ইসকো।

৭৭তম মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বেল। মার্সেলোর বাড়ানো বল ডি বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে গোলরক্ষকে পরাস্থ করেন সাবেক টটেনহাম তারকা।

এই জয়ে ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট দঁড়ালো ৫৪। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ও অ্যাটলেটিতো মাদ্রিদ যথাক্রমে ৯ ও ২ পয়েন্টে এগিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ