Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তারাব পৌরসভার অবৈধ দখলদার উচ্ছেদ সেচ ক্যানেলের খনন কাজ চলছে

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আসছে বর্ষায় জলাবদ্ধতা দূরীকরণের আগাম প্রস্তুতি হিসেবে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সহস্রাধিক অবৈধ দখলদার উচ্ছেদ করে পানি নিষ্কাশনের জন্য সেচ ক্যানেলের খনন কাজ চলছে। এ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশের তারাব পৌরসভার যাত্রামুড়া থেকে তেতলাবো এলাকায় পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সেচ খাল ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-এর জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তারাব পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল (বুধবার) দুপুরেও তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারাব পৌরসভার অবৈধ দখলদার উচ্ছেদ সেচ ক্যানেলের খনন কাজ চলছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ