নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গণমাধ্যমে কটুক্তি করার অপরাধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গতকাল শনিবার সকালে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। কিরনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।
গ্রেফতারের পর দুপুরে তাকে ঢাকা মহানগর মুখ্য আদালতের বিশেষ কোর্টে নিয়ে যাওয়া হয়। বিশেষ কোর্টে জামিনের জন্য আবেদন করলেও আদালত তার জামিন না মঞ্জুর করে কিরনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ক’দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গণমাধ্যমের সামনে কটুক্তি করেছিলেন মাহফুজা আক্তার কিরন। যার প্রেক্ষিতে বাদী হয়ে তার বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য আদালতে মামলা করেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্থায়ী সদস্য এবং বাড্ডা জাগরণী সংসদের সহ-সভাপতি আবু হাসান চৌধুরী প্রিন্স। মামলা নং ৫৮৫/২০১৯। এই মামলার জের ধরেই গত ১২ মার্চ কিরনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর মুখ্য আদালতের ম্যাজিস্টেট সারাফুজ্জামান আনসারীর কোর্ট। যার ফলে শনিবার কিরনকে গ্রেফতারের পর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।