Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার অনুপযোগী -পবা

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রায় শতভাগ সরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। মহানগরী ঢাকার জনঘনত্বের তুলনায় পাবলিক টয়লেটের পর্যাপ্ততা ও ব্যবহার উপযুক্ততার ভিত্তিতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী অফিস, সিটি করপোরেশন, মার্কেট ও উন্মুক্ত স্থানের টয়লেটসমূহের উপর জরিপ পরিচালনা করে এ ফলাফল এ চিত্র দেখা যায় বলে জানিয়েছে পবা। ফলাফলে দেখা যায় প্রায় শতভাগ সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার অনুপযোগী। গতকাল বুধবার বেলা ১১টায় পবা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জরিপে প্রাপ্ত ফলাফল প্রকাশ করেন। এতে পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহানের মূল প্রতিবেদন উপস্থাপনায় করেন। এসময় উপস্থিত ছিলেন পবার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, বিসিএসআইআর এর খাদ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ড. ফরমুজুল হক, আবুল হাসনাত, মো. সেলিম, আনিসুল হোসেন তারেক, ড. জেবুন্নেসা প্রমুখ।
ফলাফলে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দিনের অধিকাংশ সময় ব্যয় করে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটসমূহ পরিষ্কার ও ব্যবহার উপযোগী রাখা জরুরী। নারীদের টয়লেট ব্যবহারে নিরাপত্তাসহ আলাদা ব্যবস্থা নাই। এতে আরো উল্লেখ করা হযেছে, ঢাকা শহরের বিপুল সংখ্যক মানুষের জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ৬০টি পাবলিক টয়লেট রয়েছে। এগুলোতে নারী কর্মী না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় নারী ও শিশুদের। গরীব মানুষ বিশেষ করে হকার, রিকশা চালক, ভিক্ষুক ও ভাসমান মানুষÑ যারা বেশিরভাগ সময় বাহিরে অবস্থান করে তাদের টয়লেট ব্যবহারের কোন ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়েই তারা ফুটপাথের পাশে, পার্কে, লেকে, সড়কের পাশে বিভিন্ন উন্মুক্ত জায়গায় মল-মূত্র ত্যাগ করছে। সিটি করপোরেশন পাবলিক টয়লেটগুলো বাণিজ্যিকভাবে লিজ প্রদানের মাধ্যমে পরিচালনা করছে। ইজারাদারের টয়লেটগুলো নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব থাকলেও তারা তা পালন করছেন না। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের চরম ক্ষতি হচ্ছে। ঢাকা মহনগরীর পাবলিক, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মার্কেট/শপিংমলের যথাক্রমে ২৭টি, ১৫টি, ১২টি, ১০টি, ৭টি স্থানে জরিপ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপ কাজে ব্যবহৃত ফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের আলোকে জরিপ ফলাফল বিশ্লেষণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার অনুপযোগী -পবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ