Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফ্রিদি কোহলিদের উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম


ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। তাতে ঝড়ে গেছে কমপক্ষে ৪০টি তাজা প্রাণ। যার মধ্যে রয়েছেন অন্তত দুইজন বাংলাদেশিও। আহত হয়েছে আরও অনেকে। আর এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘ক্রাইস্টচার্চে ভয়ানক হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছেন এবং ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানাচ্ছে আইসিসি।’

তবে ঘটনার ভয়াবহতা বাড়তে পারতো আরও অনেক গুণ। কারণ এর মিনিট পাঁচেক পরেই সে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মসজিদের কাছে যখন পৌঁছান তখন রক্তাক্ত এক মহিলা এসে টাইগারদের বিষয়টি অবহিত করেন। এরপর আর তারা বাস থেকে নামেননি। তৎক্ষণাৎ হেঁটে অনেকটা দৌড়ে ফেরত আসেন হ্যাগলি ওভালে। সেখান থেকে টিম বাসে করে হোটেলে।
এই ঘটনায় শোক এবং বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানিয়ে টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। উদ্বেগ জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি জানিয়েছেন তার দেখা নিরাপদতম দেশ নিউজিল্যান্ডে এমন ঘটনায় তিনি হতবাক। তামিম ইকবালের সঙ্গে এই ঘটনার পর কথাও বলেছেন তিনি।

ঘটনার খবর পেয়ে আর সবার মতো ভীষণ উদ্বিগ্ন বিশ্ব ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক নিজের স্বীকৃত টুইটার পাতায় লিখেছেন, ‘ভয়াবহ ও মর্মাহত। ক্রাইস্টচার্চে কাপুরষিত হামলার ঘটনায় আমি শোকাহত। বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানাচ্ছি। তারা সবাই যেন নিরাপদে থাকে।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি নিজের অনেকবার নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা জানিয়ে এই ঘটনায় হতবাক হওয়ার কথা জানিয়েছেন, ‘ভয়াবহ ট্র্যাজেডি। নিউজিল্যান্ড আমি সব সময় নিরাপদ দেখেছি। সেখানকার মানুষ খুব শান্তিপ্রিয়, বন্ধুত্বপরায়ন।’
আফ্রিদি তার কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ তামিমের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন টুইটারে, ‘তামিমের সঙ্গে আমি কথা বলেছি। এটা স্বস্তির যে তারা সবাই নিরাপদে আছে। বিশ্বকে এক হতে হবে। হিংসা বন্ধ হোক। সন্ত্রাসের কোন ধর্ম নেই। নিহতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই।’

আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট। অথচ ভয়াবহ এই সন্ত্রাসী হামলার ঘটনায় আজই দেশের বিমান ধরবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ