নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চার বলে দরকার ছিল ২ রান। টানা তিন বলে কোন রানই নিতে পারলেন না শফিউল ইসলাম। শেষ বলে এসে বাইন্ডারি হাঁকিয়ে মোহামেডান স্পোটিং ক্লাবকে নাটকীয় জয় উপহার দেন শফিউল। শুক্রবার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১ উইকেটের জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিন ম্যাচে শতভাগ জয় পেল রাকিবুল হাসানের দল।
একই দিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্য ম্যাচে বিকেএসপিকে ২০১ রানে আটকে রেখেও ২০ রানে হেরে যায় উত্তরা স্পোটিং ক্লাব।
মিরপুরে মার্শাল আয়ুব ও তাইবুর রহমানের ফিফটিতে ৮ উইকেটে ২৪৮ রানের সংগ্রহ গড়ে প্রাইম দোলেশ্বর। জবাবে ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে পথচ্যূত হয়ে পড়া মোহামেডানকে পথ দেখান সোহাগ গাজী ও আলাউদ্দিন বাবু। অষ্টম উইকেটে দুজনে গড়েন ৭৭ রানের জুটি। ২০২ রানে আউট হন আলাউদ্দিন। ৪ রান বাকি থাকতে সোহাগ গাজি আউট হলে ম্যাচ নাটকীয়তায় মোড় নেয়। শেষ বলে যার অবসান ঘটান শফিউল। ৫১ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৭০ রান করা সোহাগ গাজি হন ম্যাচেসেরা।
রোমাঞ্চ ছড়িয়েছে সাভার ও ফতুল্লায়ও। ফতুল্লায় বিকেএসপির দেওয়া ২০২ রানের লক্ষ্যে রেজা আলী ও শাখির হোসেনের জোড়া ফিফটির পরও ১৮১ রানে গুটিয়ে যায় উত্তরা। ডাহাতি পেসে ৪১ রানে ৪ উইকেট নেন সুমন খান। বিকেএসপির ইনিংসে একমাত্র ফিফটি মাহমুদুল হাসান জয়ের। তিন ম্যাচে বিকেএসপির এটি প্রথম জয়। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর টানা হারের তিক্ত স্বাদ পেলো উত্তরা।
আর ফতুল্লায় খেলাঘরকে ১৩৮ রানে গুটিয়ে নিজেরাও ব্যাটিং ধ্বসে পড়ে গাজী গ্রুপ। ১১৬ রানে ৭ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন পারভেস রসুল। এর আগে আরেক ফিফটি হিরো শামসুর রহমানের সঙ্গে পঞ্চম উইকেটে রসুল গড়েন ৬২ রানের জুটি। তবে ম্যাচ সেরা তাদের কেউ নন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে খেলাঘরকে গুটিয়ে দিয়ে সেই পুরষ্কার জিতে নিয়েছেন কামরুল হাসান রাব্বি। ৯ ওভারে ১ মেডেনসহ ২৪ রানে ৫ উইকেট নেন ডানহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর-গাজী গ্রুপ, ফতুল্লা
খেলাঘর : ৪৭.৫ ওভারে ১৩৮ (মাহিদুল ৫৭, ; আবু হায়দার ১/২২, মাইশুকুর ১/৬, মেহেদি ২/১৮, নাসুম ১/৩৫, রাব্বি ৫/২৪)। গাজী গ্রুপ : ৩৯.৫ ওভারে ১৪২/৭ (শামসুর ৫১, রসুল ৫৯*, আবু হায়দার ৬*; রবিউল ৫/৪১, তানভীর ১/৩৪)। ফল : গাজী গ্রুপ ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা : কামরুল ইসলাম রাব্বি।
প্রাইম দোলেশ্বর-মোহামেডান, মিরপুর
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২৪৮/৮ (মার্শাল ৬৮, তাইবুর ৭২*, ; শফিউল ৩/৬৪, আলাউদ্দিন ৩/৪৯)। মোহামেডান : ৫০ ওভারে ২৫১/৯ (শুক্কুর ৩০, নাদিফ ৩০, ডি সিলভা ১২, সোহাগ ৭০, আলউদ্দিন ৩৮, শফিউল ১০*, সাকলাইন ১*; সানি ০/৩৯, রেজা ৪/৫৫, এনামুল জুনিয়র ১/৩৮, সৈকত ২/৫২, মাহমুদুল ০/২৬, নাসিম ২/২৮, তাইবুর ০/৭)। ফল : মোহামেডান ১ উইকেটে জয়ী। ম্যাচসেরা : সোহাগ গাজী।
বিকেএসপি-উত্তরা স্পোটিং, সাভার
বিকেএসপি : ৫০ ওভারে ২০১/৮ (মাহমুদুল ৬৬, আমিনুল ৩৩, পারভেজ ২৭*, সুমন ১০*; নাহিদ ২/৩০, গাফ্ফার ২/৩৪)। উত্তরা স্পোর্টিং : ৪৯ ওভারে ১৮১ (তানজিদ ১৮, আনিসুল ১৪, জনি ২৫, শাকির ৫০, ; মুকিদুল ১/৪৩, শামিম ১/২১, আবু নাসের ২/২৩, সুমন ৪/৪১, মুরাদ ২/৩০)। ফল : বিকেএসপি ২০ রানে জয়ী। ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।