মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান বিদেশী পর্যটকদের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু করেন। ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের টুইটার একাউন্টে বলা হয়, ১৭৫ দেশের পর্যটকরা এই নতুন ভিসা সুবিধা পাবেন। ন্যাশনাল ডেটাবেজ এন্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদরা) জানায়, এই অনলাইন সুবিধা চালুর ফলে কেউ পাকিস্তানের ভিসা নিতে চাইলে বাড়িতে বসেই আবেদন করতে পারবে। তাদেরকে পাকিস্তান দূতাবাস বা কনসুলেটে যেতে হবে না। তাদেরকে নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও একটি ভিসা ফি পরিশোধ করতে হবে। আবেদন গ্রহণ করা হলে ই-মেইল ও এসএমএসের মাধ্যমে আবেদনকারী একটি নোটিফিকেশন পাবেন, যা পাকিস্তানে প্রবেশকালে পর্যালোচনা করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সন্ত্রাস মোকাবেলা করতে গিয়ে কঠিন সময় দেখেছে। কিন্তু‘ এখন পরিস্থিতি ভিন্ন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।