মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বেটো ও’রোউর্ক। তিনি আমেরিকানদেরকে বিভেদ ভুলে দেশটি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে, সেগুলোর মোকাবেলার করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি তার টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণ দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন। টেক্সাসের এই সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান বলেন, এখন এই দেশ এবং আমাদের প্রত্যেকের জন্য একটি সত্য নির্ধারণের সময়। আমরা এখন যেসব চ্যালেঞ্জ, পরস্পরের সঙ্গে সম্পৃক্ত অর্থনৈতিক, গণতান্ত্রিক এবং জলবায়ু কেন্দ্রিক সংকটের মুখোমুখি হয়েছি, সেসব কখনই এতো প্রকট ছিল না। তিনি বলেন, তারা হয় আমাদেরকে গ্রাস করছে, নয় যুক্তরাষ্ট্রের সহজাত সৃজনশীলতা নিঃশেষ করার সবচেয়ে ভালো সুযোগ তৈরি করছে। যেখানে জনগণ বিভেদ সৃষ্টির বিপক্ষে, সেখানে তারা জনগণকে বিভক্ত করছে। বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল থেকে একটি তিন দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী ও’রোউর্ক। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।