মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত বলেন, আমাদের বিরুদ্ধে সত্য মিথ্যা অনেক কথাই ছড়ানো হয়। তথ্যপ্রযুক্তির এ সময়ে তরুণদের জাতীয়তাবোধ রক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যাকে রংচং মাখিয়ে সত্য বানানো হয়, যা তরুণদের মানসে বিভ্রান্তি তৈরি করে। এ জন্য আমাদের জাতীয়তাবাদের চর্চা বাড়াতে হবে। কারণ এ তরুণদের হাতেই পাকিস্তানের পতাকা ওঠবে। তিনি বলেন, যতদিন তরুণদের হাতে দেশের পতাকা থাকবে, ততদিন বিশ্বের কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মেহমুদ হায়াত। ইউনিভার্সিটি অব করাচিতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানিরা আলাদা বৈশিষ্ট্যের। আমরা ৭০ বছর আগে একটি জাতিতে পরিণত হয়েছি। আমাদের সংস্কৃতি শত শত বছরের পুরনো। বিশ্বের কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। ভারতে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার মুসলিমদের ব্যাপারে পাকিস্তানি এই সেনা কর্মকর্তা বলেন, সেখানে মুসলিমদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। সেখানে বসবাসকারী ৪২ শতাংশ মুসলিমকে গ্রহণ করেনি ভারত। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির এই চেয়ারম্যান বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহ বলেছেন, মুসলিমরা সংখ্যালঘু নয়; তারা একটি জাতি। পাকিস্তান সবসময় একটি ইসলামি রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে; যা সবার জন্য সমান। তিনি আরো বলেন, পাকিস্তানের ৬৬ ভাগ মানুষের বয়স ৩০ এর নিচে। তারুণ্য নির্ভর এমন দেশ পৃথিবীতে অনেক কমই রয়েছে। তারুণ্যের এ বিপুল সম্ভাবনা আমাদের কাজে লাগিয়ে উপকৃত হতে হবে। এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।