Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলের বিমান হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অবরুদ্ধ গাজায় শুক্রবার ক্ষমতাসীন হামাসের ভবন লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিন এলাকা থেকে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যে এই পাল্টা জবাব দেয় ইসরাইল। বিমান হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। যে ছয়টি ভবনে হামলা চালানো হয়েছে সেগুলো হামাসের নিরপত্তা বাহিনী ব্যবহার করতো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার কারণে শক্তিশালী বিস্ফোরণে গাজার ভবনগুলো কেঁপে উঠেছিল। বিস্ফোরণ¯ল থেকে বিচ্ছুরিত আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে ওই এলাকা আলোকিত হয়ে পড়ে। হামাসের সামরিক শাখা ও তাদের মিত্র সংগঠন ইসলামিক জিহাদের অবকাঠামো লক্ষ্য করে ৩০টি হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা গাজায় ‘সন্ত্রাসীদের এলাকা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ২০১৪ সালে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল হামাস। বৃহস্পতিবার রাতে হামলার পরপর গাজা থেকে ৮০ কিলোমিটার উত্তরে তেল আবিবের ওই এলাকায় হামলার সাইরেন বেজে ওঠে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ