মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছুটিতে অভিনন্দন
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান থেকে মুক্তি পেয়ে ভারতের মাটিতে পা দেয়ার পর দিনই জানিয়েছিলেন, দ্রুত কাজে ফিরতে চান তিনি। কিন্তু‘ ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সেই ইচ্ছে এখনই পূরণ হচ্ছে না। এখনই কাজে ফেরা হচ্ছে না অভিনন্দনের। আপাতত উইং কম্যান্ডারকে ছুটিতে পাঠাচ্ছে বিমানবাহিনীর চিকিৎসকদের পরামর্শমতোই তাকে ছুটিতে পাঠানো হচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক সপ্তাহের জন্য মেডিক্যাল লিভে পাঠানো হয়েছে অভিনন্দনকে। এনডিটিভি।
পচা খাবার
ইনকিলাব ডেস্ক : পচা খাবার ইস্যুতে জনক্ষোভের মুখে পড়েছে চীনের সবচেয়ে নামীদামী স্কুল চেংদু ৭ নং এক্সপেরিমেন্টাল হাই স্কুল। সিচুয়ান প্রদেশে অবস্থিত স্কুলটির ক্যান্টিনের রান্নাঘরে পচা গোশত এবং সামুদ্রিক খাবার পাওয়ার পর এই জনক্ষোভের সূত্রপাত হয়। সম্প্রতি কয়কজন অভিভাবক স্কুলটিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে আসে। সেই অনুষ্ঠানে এসে কিছু অভিভাবক ওই স্কুলের রান্নাঘরে তল্লাশি চালান এবং পচা খাবার পান। ক্যান্টিনে পচা খাবার পাওয়ায় স্কুলের সামনে আন্দোলন করছে বিক্ষুব্ধ অভিভাবকরা। জানা যায়, বিক্ষুব্ধ অভিভাবকদের ঠেকানোর জন্য লাঠি পেটা করেছে চীন পুলিশ। বিবিসি।
এস-৪০০ প্রশিক্ষণ
ইনকিলাব ডেস্ক : তুরস্কের সেনাদলকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। চলতি বছরের গ্রীষ্মকালে এ প্রশিক্ষণ শুরু হবে। এস-৪০০ কেনার জন্য আঙ্কারা এবং মস্কো যে চুক্তি করেছে তার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। খবরে বলা হয়েছে, একশ তুর্কি সেনা শিগগিরই আজারবাইজানে যাবে। সেখানে তাদেরকে প্রথমে এস-৩০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। ২০১৭ সালে এ ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছিল দেশটি। প্রশিক্ষণ শেষে তুর্কি সেনাদল গরমকালের শেষ দিকে রাশিয়ায় যাবে। ইয়েনি সাফাক।
সাধারণ মানুষ
ইনকিলাব ডেস্ক : শান্তি কিছুতেই ফিরছে না জম্মু ও কাশ্মীরে। আবারও শিরোনামে পুলওয়ামা জেলা। বৃহস্পতিবার রাতে এই জেলায় এবার হামলার শিকার সাধারণ মানুষ। সূত্রের খবর, এ সময় গুলি করে হত্যা করা হয়েছে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, জোর করে নিজের বাড়ি থেকে বের করে আনা হয় ওই ব্যক্তিকে। তারপর সামনে থেকে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের এক নেতাকে গুলি করে হামলাকারীরা। মুখপাত্র জানান, মঞ্জুর আহমদ লোনকে জোর করে সন্ত্রাসীরা তাঁর বাড়ি থেকে বের করে ডগরিপোরাতে নিয়ে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।