Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোস্টগার্ড গঠন করছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সামুদ্রিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে একটি কোস্ট গার্ড গঠনের জন্য মিয়ানমারের পার্লামেন্টে আলোচনা শুরু হয়েছে। উপপ্রতিরক্ষামন্ত্রী রিয়াল এডমিরাল মাইন্ত নুয়ে এ কথা জানিয়েছেন। দেশটির কোন কোস্ট গার্ড না থাকায় নৌবাহিনীকেই ওই দায়িত্ব পালন করতে হচ্ছে বলে নুয়ে পার্লামেন্টের আলোচনায় উল্লেখ করেছেন। রাজধানী নেপিদোতে অব¯িত পার্লামেন্টের নিম্নকক্ষে বুধবারের অধিবেশনে এই আলোচনা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে উল্লেখ করা হয়েছে। নুয়ে বলেন, কোস্ট গার্ড গঠিত হলে নৌবাহিনী একটি সমন্বিত কমান্ড সেন্টার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে। এতে থাকবে মেরিটাইম পুলিশ ফোর্স, কাস্টমস বিভাগ, অভিবাসন দফতর, সমুদ্র প্রশাসন বিভাগ ও মিয়ানমার বন্দর কর্তৃপক্ষ। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ