Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিজানুর রহমান লাবুর প্রথম সিনেমা তুখোড়

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : সম্প্রতি মিজানুর রহমান লাবু পরিচালিত ‘তুখোড়’ সিনেমার মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। সবাই তুখোড় সিনেমার সাফল্য ও শুভকামনা করেন। পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, এটি আমার প্রথম সিনেমা হলেও আমার সারাটি জীবন মিডিয়াকে ঘিরে পার করেছি। অনেক বাস্তবতা আর স্বপ্নের সবটুকু ভালোবাসা বিলিয়ে দিয়েছি এ সিনেমায়। আশা করছি, সবার ভালো লাগবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা কলকাতার মডেল রাতশ্রী ও নায়ক শিবলী নোমানসহ অন্যান্যরা। উল্লেখ্য, এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে শিবল নোমানের। নায়ক হিসেবে এটি তার প্রথম সিনেমা। মিজানুর রহমান লাবুর এটিই প্রথম সিনেমা। সবমিলিয়ে প্রথম সিনেমা হিসেবে এটি সফল হবে বলে অনেকে আশা প্রকাশ করেছেন। মাহমুদুল হক রাজীবের কাহিনী ও এহতেশামুল হক সানজিবের প্রযোজনায় এতে অন্যান্যদের মধ্যে অভিনয় আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, সামিহা খান, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরি ও স্টানিং মিতু। এর কিছু অংশ শূটিং করা হয়েছে অস্ট্রেলিয়া ও ব্যাংককের বিভিন্ন লোকেশনে। এটি প্রযোজনা করেছে পজেটিভ সিস্টেমস এন্ড সাপোর্টস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিজানুর রহমান লাবুর প্রথম সিনেমা তুখোড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ