বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়ায় ইয়াবার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন।
শুক্রবার (১৫) মার্চ ভোরে ইনানী এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। নিহতরা হলেন উখিয়ার থাইংখালী ধামন খালী এলাকার জেবর মুল্লুকের ছেলে মোস্তাক আহমদ (৪২), মোক্তার আহমদ (৩৯)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইর।
তিনি জানান, ভোরে মেরিনড্রাইভ সড়কের রূপপতি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এই দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশে ৯ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই সময় ২টি এলজি ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহত দুই ভাই দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় দুইটি মাদক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।