Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরের ভোট বাতিল চেয়ে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

রাজশাহীর তানোর উপজেলা পরিষদের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে নগরীতে গতকাল দুপুরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি পেশের সময় বাম দলের নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের উত্তপ্ত বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদের নির্বাচনে কৃষকলীগের তানোর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক শরিফুল ইসলাম দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তিনি ওর্য়াকাস পার্টিতে যোগ দেন। পরে ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন পেয়ে হাতুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার ময়না। গত ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্ব›দ্বী প্রার্থীর চেয়ে ৩৫৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ এনে পরের দিন রাজশাহীতে ওয়ার্কার্স পার্টি সংবাদ সম্মেলন করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানায়। সংবাদ সম্মেলনে হাতুড়ি মার্কার সমর্থকদের ওপর হামলা, মারপিট ও নির্যাতনের অভিযোগ আনা হয়। ভোটে কারচুপি ও নির্বাচনের দায়িত্বে থাকা আনসার সদস্যদের দিয়ে নৌকায় ভোট দেওয়ার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। নয়টি কেন্দ্রে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করা হয়। মুঠোফোনে ধারণ করা এ সংক্রান্ত ভিডিও দেখানো হয় সংবাদ সম্মেলনে। এখানে দলের জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
স্বারকলিপি দেয়ার আগে ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা কোর্ট শহীদ মিনার চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। মিছিল থেকে নির্বাচন বাতিলের দাবি ও কারচুপি নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। মিছিলে থাকা নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসেন। পরে সংগঠনের কয়েকজন নেতা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন। স্মারকলিপিতে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছে।
শরিফুল ইসলাম বলেন, তার কর্মীদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা ভয়াবহ। এখনো তার কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না, ধানখেতে পানি সেচ দিতে প্রতিপক্ষের লোকজন বাধা দিচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেন।
নেতারা গত ১০ মার্চ অনুষ্ঠিত তানোর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কারচুপি ও পরবর্তী সহিংসতা বিষয়ে মৌখিক অভিযোগ দেন। এসময় জেলা প্রশাসক কারচুপির বিষয়ে প্রমাণ চান। এসময় বাকবিতন্ডা হয়।
স্মারকলিপি জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী মাহনগর ওয়ার্কাস পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবু, জেলা সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক তোতা, তানোর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ