রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুরে মাদক বহন ও সেবনের অভিযোগে চার স্কুল শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে ওই শিক্ষার্থীদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও এস এম রফিকুল ইসলাম। গত মঙ্গলবার সকালে ওই চার শিক্ষার্থীর অভিভাবকেরা জরিমানার ৮০ হাজার টাকা পরিশোধ করে থানা থেকে তাদের ছাড়িয়ে নেন। আর্থিক দ- প্রাপ্তরা হচ্ছে- শোলাপ্রতিমা রকিব উদ্দিন বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রুবেল খান (১৫), নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সোহেল খান (১৪), পাহাড় কাঞ্চনপুর বিমানবাহিনি ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন স্কুল থেকে এবার এসএসসি পাশ করা মিলন হাসান (১৬) ও নাসির আল মামুন (১৬)। ওই চার শিক্ষার্থীর বাড়ি উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়ায় গ্রামে। পুলিশ জানায়, ওই চার ছেলেকে সোমবার রাতে মাদক সেবন করা অবস্থায় সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিচের মাথা এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।