রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে বিদ্যুৎ সংযোগের নামে নেয়া ঘুষের টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দিতে বাধ্য করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে স্থানীয় কিছু টাউট-বাটপার গ্রাহকদের কাছ থেকে সংযোগ প্রতি আড়াই হাজার করে টাকা ঘুষ নেয়। এরপর থেকেই ঘুষ গ্রহণকারীরা স্থানীয় সংসদ সদস্যকে বিদ্যুৎ সংযোগ দেয়ার জোর তাগিদ দিতে থাকে। বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ হিসেবে টাকা নেয়ার বিষয়টি সংসদ সদস্যের কানে আসায় বিদ্যুতের লাইন টানার পরেও গত ছয় মাস ধরে সংযোগ আটকে রেখেছিলেন। তিনি ব্যক্তিগত চেষ্টায় গত শনিবার সন্ধ্যায় নওপাড়ার পশ্চিম পাড়ায় সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন গ্রাহককে তাদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নামে নেয়া ঘুষের টাকা ফিরিয়ে দেন। বিষয়টি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা-ব্যবস্থাপক নিতাই কুমার সরকার নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।